আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের নবাবশাহ শহরে ট্রেনের ১০ টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক।
রবিবার (৬ আগস্ট) যাত্রীবাহী হাজারা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধ-শতাধিক। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডন অনলাইন।
ডন নিউজটিভি জানায়, ট্রেনটি রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। দেশটির শাহজাদপুর এবং নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি সিরহারি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের নিকটবর্তী একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
পাকিস্তানের কেন্দ্রীয় রেল পরিবহন মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনার ব্যাপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাকিস্তানের রেলের সচিব ঘটনাস্থলে উপস্থিতও রয়েছেন বলে জানিয়েছেন রফিক।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা অস্বাভাবিক নয়। কারণ, বেশ কয়েকটি ঘটনা শত শত লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরো অনেককে আহত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।