বাংলা নববর্ষ- পহেলা বৈশাখ থেকে সারাদেশে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অতি দ্রুত সব ধরনের সেবা ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (২৯ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা জানান।
তিন দিনের সম্মেলন চলবে ৩১ মার্চ পর্যন্ত। স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিসেবা ডিজিটালাইজেশনে আগামীর চ্যালেঞ্জ খুঁজে বের করে, তা মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে প্রথমবারের মতো জাতীয় ভূমি সম্মেলন হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত না করেই ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নেয় আওয়ামী লীগ সরকার। ভূমি ব্যবস্থা ডিজিটাল করার মাধ্যমে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্যোগও নিয়েছে সরকার।