অনলাইন ডেস্ক :
নেপালে ৭২ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির কাঠমান্ডু থেকে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ার লাইনসের উড়োজাহাজটি পর্যটন এলাকা পোখারায় বিধ্বস্ত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৭২ আরোহী ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী আর ৪ জন ক্রু। এরই মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উড়োজাহাজ কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ জন আরোহীর সবাই নিহত হন।