স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীরা হাতবোমার বিস্ফোরণ ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করার পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করার কথা জানিয়েছে পুলিশ ।
আজ শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের কুড়পাড় এলাকায় বিস্ফোরণ ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।
আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও পুলিশ বলছে তাদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই করা হচ্ছে ।
এর আগে, সকাল ৮টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের বনুয়াপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়ে আবু আব্বাস ডিগ্রী কলেজের সামনে এসে শেষ হয়। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ অন্যরা।
সমাবেশে রফিকুল ইসলাম হিলালী বলেন, “বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। এই সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে”।
“এই স্বৈরাচারী সরকারের পতন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না”- বলেন রফিকুল ইসলাম হিলালী।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক জানান, “সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি পদযাত্রা কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল নেতাকর্মী শহরের কুড়পাড় এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। এরা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী”।
“অভিযানে নাশকতা তৈরির জন্যে তাদের মওজুদ রাখ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রও জব্দ করা হয়। থানায় এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে”- জানান নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তবে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী দাবি করেন, “আজ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন। এসময় একদল যুবক কুড়পাড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় ও সেখানে ভাঙচুর চালায়। এটি পরিকল্পিতভাবে বিএনপির ওপর দোষারোপ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন”।