রাজনৈতিক ডেস্ক:
সোহরাওয়ার্দী উদ্দ্যানে বিএনপি অঙ্গসংগঠনের তারুণ্য সমাবেশের মঞ্চ নেতাদের চাপে ভেঙে পড়েছে। অতিরিক্ত নেতাকর্মী ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়েছে বলে অভিযোগ। শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে ঘটনাটি ঘটে। পরে তাৎক্ষণিকভাবে আবার এটি ঠিক করা হয়।
পরে দুপুর সোয়া ২টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।
সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসতে থাকেন। অনেকে মঞ্চে উঠে পড়েন। সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।
তারুণ্যের সমাবেশ সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশ ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের গেট ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে আয়োজিত তারুণ্যের সমাবেশে সফল করতে গতকাল শুক্রবার রাজধানীতে লিফলেট বিতরণ করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষজনকেও সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান। এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।