রাজনৈতিক ডেস্ক:
বিএনপি যতই বলুক নির্বাচনে যাবে না, তারা ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে। সে অনুযায়ী তারা গোপনে নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার (৮ জুলাই) দুপুরে দোহারের বিলাশপুরে গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে শনিবার দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় সংসদ সদস্য হিসেবে জন মানুষের কথা শোনেন সালমান এফ রহমান। এ সময়ে তিনি পদ্মা কলেজ অডিটরিয়ামে নির্বাচনি উঠান বৈঠক করেন, আল-আমিনবাজারের সাতটি ব্রিজ, দোহার পৌরসভা এলাকায় ভটিয়া ও বিলাশপুরে দুইটি ব্রিজ উদ্বোধন করে বক্তব্য রাখেন বিলাশপুর গনি সিকদার বিদ্যালয় মাঠে। দেখে আসেন মকসুদপুরে ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প।
এ সময়ে সালমান এফ রহমান আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নির্বাচন হবে না বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নাই, তারা সুষ্ঠু নির্বাচন চায় এ কারণে বিদেশি পর্যবেক্ষকেরা থাকবে। নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।
বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাদের জনসমর্থন থাকলে নির্বাচনে এসে জনগণের কাছে ভোট চাইবার কথা বলেন তিনি।
এ সময় সালমান এফ রহমান উঠান বৈঠকে দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের কথা বলে ভোট চাইবার অনুরোধ করেন। এবারের নির্বাচনে দোহারের আওয়ামী লীগের নির্বাচনি কমিটি এখনই নির্বাচনকে সামনে রেখে কাজ করতে কর্মীদের আহ্বান জানান তিনি।
এর আগে, গত বুধবার আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সালমান এফ রহমান বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা সংলাপ করতে রাজি আছি।
সালমান এফ রহমান বলেন, যখন তারা (বিএনপি) বলবে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে রাজি আছি, আমারা অংশগ্রহণ করব কিন্তু আমাদের এই গ্যারান্টি দিয়ে দিতে হবে যে, আমাদের ইলেকশন ফ্রি করার জন্য এটা দরকার-ওটা দরকার। ওই কথাগুলো বলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি।