অনলাইন ডেস্ক :
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মঙ্গলবার থেকে ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রোডমার্চ, সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে কর্মসূচির খসড়া তৈরি করেন। পরে দলের শীর্ষ নেতৃত্বের সুপারিশের ভিত্তিতে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের ধারণা, আগামী অক্টোবর অথবা নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবরেই চূড়ান্ত আন্দোলনের জন্য উপযুক্ত সময়। তাই তফসিল ঘোষণার আগেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চান তারা। এমন চিন্তা থেকেই ১৫ দিনের কর্মসূচি দিলো দলটি।
মির্জা ফখরুল বলেন, কখন আন্দোলন কোন দিকে যাবে তা রাস্তাই বলে দেবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন সরকারই বেশিদিন টিকে থাকতে পারেনা। তিনি বলেন, সরকার যদি কোন পরিস্থিতি ঘটায় তাহলে আন্দোলনে কর্মসূচিতে পরিবর্তন আসবে।