সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে পাড়া–মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ চালাচ্ছেন তাঁরা।
আজ রোববার বেলা সাড়ে ১২ টায় সিলেট নগরীর কিন ব্রিজ সংলগ্ন কালীঘাট এলাকায় জনসংযোগ করেন জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল।
এসময় তিনি বলেন, আমার কর্মী সমর্থকদের প্রচারণার সময় বাধা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়।
জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, লাঙ্গলের প্রতি মানুষের আস্থা রয়েছে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গলের বিজয় হবে।
অন্যদিকে বেলা দেড়টায় নগরীর কাজলশাহ এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তার সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণার সময় তিনি নগরবাসীকে নানা প্রতিশ্রুতি দেন।
জাতীয় পার্টির প্রার্থী বাবুলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কোথাও কোন প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছে না।
আগামী ২১ জুন প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সিসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট মেয়র প্রার্থী সাতজন। এ নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি।