অনলাইন ডেস্ক:
বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে যেন গুজব, বিদ্বেষমূলক বক্তব্য ও ক্ষতিকর কন্টেন্ট ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে ফেসবুক।
ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটার মুখপাত্রের বরাতে বিবিসি’র এক খবরে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের তারা প্রস্তুত করছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে মেটার সাথে থাকা অনলাইন নিরাপত্তা, রাজনৈতিক বিজ্ঞাপন ও কমিউনিটি স্ট্যান্ডার্ড বিষয়ের বিশেষজ্ঞদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়েছে। এছাড়া আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিনিয়োগ করেছে তারা, যা আগের চেয়ে দ্রুততার সাথে আসন্ন হুমকি অনুমান করতে ও পদক্ষেপ নিতে সক্ষম।
ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা বলছে নির্বাচনকে ঘিরে ছড়ানো যেসব গুজব মানুষের ভোট প্রদানের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে, সে ধরনের গুজব তারা সরিয়ে ফেলে। এছাড়া কারা ভোট দিতে পারবেন, প্রদত্ত ভোট বিবেচনায় নেয়া হবে কিনা বা ভোট দেয়ার সময় কী নিয়ে যেতে হবে– এই ধরনের তথ্যকে কেন্দ্র করে তৈরি করা ভুয়া খবরকে মেটা ‘গুজব’ হিসেবে চিহ্নিত করে।
অন্যদিকে গত বৃহস্পতিবার মেটার কর্মকর্তারা বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার বন্ধ করার বিষয়ে মেটা কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে।