স্পোর্টস ডেস্ক:
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশে পুরুষ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাই নানান সীমাবদ্ধতা থাকলেও বিপিএলকে এখন পর্যন্ত সফলই বলতে হবে। এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে টিম হোটেলে দেখা করে নারী বিপিএল চালুর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে বোর্ডের শীর্ষ এই কর্তা বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব।’
এদিকে ছেলেদের ক্রিকেটে প্রতিবছরই স্কুল ক্রিকেট অনুষ্ঠিত হয়। বিসিবির এই আসরও বেশ সাড়া ফেলেছে। এখান থেকেও পেশাদার ক্রিকেটে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার ওঠে এসেছে। ফলে এবার মেয়েদের ক্রিকেটেও স্কুল ক্রিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
মেয়েদের স্কুল ক্রিকেট প্রসঙ্গে পাপন বলেন, ‘ছেলেদের স্কুল ক্রিকেট তো আমরা সবসময় করি। কিন্তু মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। তাতে আরও নতুন নতুন খেলোয়াড় আমরা পাব বলে আমার মনে হয়।’