আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপে মঙ্গলবার সকাল থেকে সচল ব্রাহ্মণবাড়িয়ার আদালত, কাজে ফিরেছেন আইনজীবীরা। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত নেন তারা।
তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বর্জন করার সিদ্ধান্তও জানান আইনজীবীরা। ফলে জেলার ২২টি আদালতের মধ্যে ১টি ছাড়া বাকি সব আদালতে কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, রোববার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, সোমবার থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে।
আইনজীবীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জেলা ও দায়রা জজ শারমির নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে জানুয়ারি থেকে আন্দোলন করে আসছিলেন আইনজীবীরা।