রাজনৈতিক ডেস্ক:
সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত বিএনপি। এই আন্দোলনের রূপরেখা ও কর্মসূচির ধরন ঠিক করতে গেলো কয়েক মাসে ৩৬টি সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। হরতাল, অবরোধ, অসহযোগ ও ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব উঠলেও আপাতত অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায় বিএনপি।
দলের নেতারা বলছেন, বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর। নেতারা ধারনা দিয়েছেন, আন্দোলনে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি আপাতত থাকছে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘এই সরকারকে বিদায় নিতে হবে, এটাই আমাদের একদফা। তত্ত্বাবধায়ক বলুন বা অন্তবর্তীকালীন বলুন বা যে নামেই তাকে ডাকুন না কেন, সে সরকার আসতে হবে। এবং ওই সরকারই আমাদের আগামী নির্বাচন পরিচালনা করবে। এটাই আমাদের একদফা দাবি।’
সভা-সমাবেশ, মানববন্ধন, পদযাত্রার পাশাপাশি লংমার্চ ও রোডমার্চ এবং সবশেষে ঢাকামুখী ‘চল চল, ঢাকা চল’ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে ধারনা দিয়েছেন বিএনপি নেতারা।
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই আন্দোলনের ফল পেতে চাই আমরা এখন। দেশের এই মুক্তি সংগ্রামে জয়ী হওয়ার জন্য যে একটা কল দিতে হয় সেটা আমরা ১২ তারিখ দেবো। এরপর আমরা প্রত্যাশা করবো জাতি, বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ এই আন্দোলনে যোগ দেবে।’
বিএনপি নেতারা আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন, সচিবালয় এবং নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচির চিন্তাও রয়েছে দলটির।