স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন অধিনায়ক নির্বাচনে মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সভা।
জরুরি এ সভার এজেন্ডা আপাতত একটাই। ওয়ানডে অধিনায়কের পদ থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোয় পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা ও করনীয় ঠিক করা। যেখানে নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
যদিও বিসিবির প্রথম পছন্দ সাকিব আল হাসান। তবে, নতুন প্রশ্ন যোগ হয়েছে, তিন ফরম্যাটেই কি অধিনায়ক হবেন সাকিব? সেক্ষেত্রে সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক দেয়া হলে কাকে কোন ভূমিকায় দেয়া হবে? গুঞ্জন আছে, এমনটা হলে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব পেতে পারেন সাকিব। আর টেস্টের দায়িত্ব পেতে পারেন লিটন দাস।