অনলাইন ডেস্ক :
বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারনে এশিয়া কাপের মাঝপথেই ফিরতে হলো তাকে।
দেশে ফিরে গণমাধ্যমকে এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন এই ব্যাটার। জানা গেছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে শান্তকে। খেলতে পারবেন না ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও।
এদিকে, এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেন নাজমুল শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৮৯ রানের ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১০৪ রান। এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত।
আশার আলো জ্বালিয়েও শেষ পর্যন্ত ইনজুরির কারণে শেষ হলো শান্তর এশিয়া কাপ মিশন। যা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় দুঃসংবাদ।