দেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো জায়গা হবে না উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরে ৩২ এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউটস জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে দুর্নীতি, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে বিরত থেকে উদার মন নিয়ে বড় হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। আর আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার নেতৃত্বে শিশু-কিশোরদেরই আসতে হবে। এ ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস স্কাউট দল গঠনের নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা।