আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার অন্টারিও প্রদেশে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে শরীফ রহমান (৪৪) নামের এক বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।
সিলেট ক্যান্টনমেন্টসংলগ্ন বটেশ্বর এলাকার আদি বাসিন্দা শরীফ রহমান অন্টারিওর ওয়েন সাউন্ড শহরে অবস্থিত ‘দ্য কারি হাউস’ নামের রেস্তোরাঁর মালিক ছিলেন। ওয়েন সাউন্ড শহরটি প্রাদেশিক রাজধানী টরন্টো থেকে ১৯০ কিলোমিটার উত্তরে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত ১৭ আগস্ট কারি হাউসে আসা তিন ব্যক্তি শরীফের ওপর হামলা চালান। তাঁদের মারধরে তিনি গুরুতর আহত হন। পুলিশ বলেছে, খাওয়ার পর বিল না শোধ করা নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল। শরীফকে পরে উদ্ধার করে প্রদেশের লন্ডন শহরের এক হাসপাতালে নেওয়া হয়।
এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর সেখানেই মারা যান তিনি।
হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে কানাডার পুলিশ। তিন হামলাকারীই ছিল শ্বেতাঙ্গ। শরিফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার কথা।
তাঁর ছয় বছরের একটি মেয়েসন্তান আছে। এলাকায় বিনয়ী ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন শরীফ।
শরীফ রহমান বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি কানাডায় অভিবাসী হন এবং ২০১৫ সালে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন।