মো:রনি আলি, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অন্তর্গত নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল হাসানকে গত ৮ই জুন বৃহস্পতিবার রাত ১০ টার সময় কয়েকজন দুর্বৃত্ত তুলে নিয়ে যায় ফতেপুর নামক গ্রামের একটি আম বাগানে, সেখানে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে যান। পড়ে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে আহত আবুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুশফিকুর রহিম বলেন, আবুল হাসানের ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে খোঁচানোর গুরুতর চিহ্ন রয়েছে।
এই বিষয়ে যোগাযোগ করা হলে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছাত্রলীগ নেতাকে আহত করার ঘটনা স্থান পরিদর্শন করা হয়েছে, এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এইদিকে খবর পেয়ে আহত ছাত্রলীগ নেতা আবুল হাসানকে রাজশাহী মেডিকেল হাসপাতালে দেখতে ছুটে যান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব, আওয়ামী লীগ কর্মী জিল্লার রহমান। আহত ছাত্রলীগ নেতা আবুল হাসানের চিকিৎসার খোজ খবর নেন এবং আহত ছাত্রলীগ নেতার পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে হামলাকারীদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির উপর হামলার তিব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গতকাল ৯ই জুন শুক্রবার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন।