অনলাইন ডেস্ক:
ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। এ দুর্ঘটনা ঘটার আগে যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন চালক।
শনিবার (২২ জুলাই) সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই বাসের আহত যাত্রী মো. রাসেল (২৫) বলেন, ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা আমাদের গাড়িটি আস্তে আস্তে চলছিল। যাত্রীরা এ নিয়ে বিভিন্ন রকমের কথা বলে। হঠাৎ করে গাড়ির চালক মোহন হাওলাদার বেপরোয়াভাবে গাড়ি চালানো শুরু করে। পাশাপাশি পাশে থাকা নারী যাত্রীদের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে গাড়িটি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা আমাকে টেনে উদ্ধার করে।
সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে ৬০জন যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন। পথে আরও যাত্রী তুলে ৭০/৮০জন যাত্রী নিয়ে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছলে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা দৌড়াদৌড়ি করে উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ারসার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর তিনটার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। জেলা পুলিশের উদ্ধারযন্ত্রের সাহায্যে পুলিশ, ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহযোগিতায় বাসটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।