আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। এছাড়া হাজারও মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।
শনিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দেশটির মধ্যাঞ্চলীয় নর্থ চুংচেয়ং প্রদেশে একটি বাঁধ উপচে পড়ার কথাও জানিয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অসংখ্য স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর বিবিসির
এদিকে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হান ডক-সু।
রোববারও কোরীয় উপদ্বীপে তুমুল বর্ষণ হবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যে কারণে হতাহতের এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।