অনলাইন ডেস্ক:
ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে রুল প্রস্তুত করা হবে কী না- এ বিষয়ে আজ আদেশ দিবেন হাইকোর্ট।
একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নতুন করে নোটিশ ইস্যু করতে হবে কী না- বিষয়টি সুরাহা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকেই বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের এজলাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গেল মঙ্গলবার তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে এজলাসে যান রিটকারী আইনজীবীরা। তখন বিএনপির আইনজীরাও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আদালত আদেশের জন্য দিন ঠিক করে।
২০১৫ সালে এক রিট আবদনের প্রেক্ষিতে আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে হাইকোর্ট। তবে সাম্প্রতিক সময়েয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অনলাইনে বক্তব্য দেয়ায় ফের হাইকোর্টে আসেন রিটকারীরা।