অনলাইন ডেস্ক:
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের একাধিক স্থানে আজও থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সমুদ্রবন্দরে তিন নং স্থানীয় সংকেত বহাল রয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এমনটি জানিয়েছে।
আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ভারী বর্ষণের পূর্বাভাস: আবহাওয়া অফিস রবিবার ভারী বর্ষণের পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী (৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।
সমুদ্রবন্দরে স্থানীয় সংকেত: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।