অনলাইন ডেস্ক:
চাকরি স্থায়ীর দাবিতে রাজধানীর মালিবাগে রেলপথ অবরোধ করে রেল শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এরফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দশটার পর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে সূত্র জানায়। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রায় সকাল দশটা থেকে তারা রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করছেন। উনাদের সংখ্যা ২৫০ জনের মতো হবে।’