স্টাফ রিপোর্টার:
রাজধানীর দুই সিটিতে এবার বসছে দুটি স্থায়ীসহ ২১টি কোরবানির পশুর হাট। এরই মধ্যে ইজারা শেষ হয়েছে ১৭টি হাটের। শুরু হয়েছে হাটের প্রস্তুতি। পশু বিক্রির হাসিল শতকরা পাঁচ টাকা। ঈদের দিনসহ পাঁচ দিন কোরবানির হাট বসানোর অনুমোদন পাবেন ইজারাদাররা। ইজারার শর্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকার দুই মেয়র।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ। ৬০ লাখ ৭০ হাজার টাকায় কোরবানির হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি। প্রাথমিক ধারণা অনুযায়ী, ২৩ জুন থেকে হাটের প্রস্তুতি এবং ২৫ জুন থেকে পশু বিক্রির ঘোষণা আসতে পারে। যদিও ইজারা পেয়েই কাজ শুরু করেছে হাট কর্তৃপক্ষ।
এদিকে হাটের প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ সিটির মেরাদিয়া হাটে। তিন কোটি এক লাখ টাকায় বিক্রি হয়েছে হাটটি। এবারো হাট বসতে যাচ্ছে আবাসিক এলাকার মধ্যেই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, এখন পর্যন্ত ২০ কোটি ৬৪ লাখ টাকায় সাত হাটের ইজারা দেওয়া হয়েছে। হাটগুলো হলো পোস্তগোলা শ্মশানঘাট, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ-সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড হাট, লালবাগের রহমতগঞ্জ হাট, আমুলিয়া মডেল টাউন হাট। এই সিটিতে নয়টি অস্থায়ী হাটের পাশাপাশি রয়েছে সারুলিয়ায় একটি স্থায়ী হাট। রাস্তায় বা খেলার মাঠে কোনো হাট বসতে দেওয়া হবে না। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোরবানি উপলক্ষে ১৭ কোটি টাকায় আটটি হাটের ইজারা হয়েছে। হাটগুলো হলো ভাটারার সাঈদ নগর, উত্তরার ১৬ এবং ১৮ নং সেক্টর, আফতাবনগর বি-এইচ ব্লক, মিরপুর ইস্টার্ণ হাউজিং, মোহাম্মদপুর বছিলা, ঢাকা পলিটেকনিক খেলার মাঠ, কাওলা শিয়ালডাঙ্গা, কাঁককুড়া বেপারীপাড়া। এ ছাড়া ডুমনিতে আরও দুটি হাটের ইজারার প্রস্তুতি চলছে। গাবতলীতে আছে উত্তর সিটির স্থায়ী হাট। কোনো ইজারাদার শর্ত অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উত্তরের ১১টি এবং দক্ষিণের ১০টি হাট ছাড়াও স্মার্ট হাটের অনলাইন মাধ্যমে পশু কিনতে পারবেন রাজধানীবাসী।