দুইদিনের সফরে বিকালে ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইল। সফরে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে আরও গতি সঞ্চার হবে বলে আশা করছে ঢাকা।
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্যসহ নানা জটিলতা নিরসনে এ সফর গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে দেশটির শ্রম, অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন। ঢাকা সফরে সাইফুদ্দিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বৈঠকগুলোতে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর করার বিষয়ে বিশদ আলোচনা হবে।
অনিয়মের অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া। পরে ২০২১ সালে সমঝোতা স্মারক সইয়ের পর আগস্ট থেকে কর্মী নিচ্ছে মালয়েশিয়া। গত ছয় মাসে ২ লাখ ৭৫ কর্মীর চাহিদাপত্রের বিপরীতে মাত্র ৬০ হাজার বাংলাদেশি যেতে পেরেছেন দেশটিতে।