অনলাইন ডেস্ক:
রাজধানীতে প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ওয়ার্ডে প্রতি শনি ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের আহ্বায়ক করে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
সাত সদস্য বিশিষ্ট এই টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা, লার্ভা শনাক্ত ও ধ্বংস করা। পাশাপাশি ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুত এবং ডাটা এন্ট্রি করা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে। পাশপাশি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ হাজার।