অনলাইন ডেস্ক:
ডেঙ্গু আক্রান্তদের ২৪ ঘণ্টা ভর্তি ও পরীক্ষার সুবিধা থাকায় রোগী বেড়েছে মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে। প্রতিদিন পাঁচশর বেশি ডেঙ্গু পরীক্ষার চাপ থাকায় রিপোর্ট পেতে দেরি হচ্ছে দুই থেকে তিন দিন।
মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ৫০ জনেরও বেশি রোগী। ঢাকা মেডিকেলসহ অন্য বড় হাসপাতাল থেকেও রোগী পাঠানো হচ্ছে এখানে।
লালবাগের বাসিন্দা চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ে মালিহাকে নিয়ে ডিএনসিসি হাসপাতালে এসেছেন গৃহিনী মা। তিনি বলেন, ঢাকা মেডিকেলে চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভর্তি করা হয় এ হাসপাতালে।
মালিহার মতো ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৫ জন। এখানে মোট ডেঙ্গু রোগী ২২৩ জন।
ডিএনসিসি হাসপাতালের কনসালট্যান্ট ডা. নন্দিতা সাহা জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত এ হাসপাতালে ২৪ ঘণ্টা রোগী ভর্তি ও পরীক্ষার সুবিধা রয়েছে। ১০ টাকার টিকিটে প্রথমে পরামর্শ দেন চিকিৎসকরা। ডেঙ্গু পজিটিভ হলে ভর্তি নেওয়া হয়।
অন্য হাসপাতালের ওপর চাপ না বাড়িয়ে এখানে সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।
শুক্রবার (২১ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ৮৯৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা সিটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন আর রাজধানীর বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সের পুরুষের সংখ্যা বেশি। এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন, এর মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৮৯ জন।
হাসপাতালের সেবা ও সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন রোগী ও স্বজনরা। তবে উপসর্গ নিয়ে ডেঙ্গু পরীক্ষার ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুই দিন যা রোগীর ঝুঁকি বাড়াচ্ছে।