বাণিজ্যিক ডেস্ক:
রাজধানীতে খুচরা বাজারে ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজন। আর সাদা ডিমের দাম ১৪৫ টাকা।
মহাখালী কাঁচা বাজারের ডিম বিক্রেতারা বলছেন, বেঁধে দেওয়া ডিম বিক্রি করতে গিয়ে লোকসান দিতে হচ্ছে খুচরা দোকানিদের। বাজার দর কমায় আগের বাড়তি দামের ডিমও এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা বা প্রতিটি সাড়ে ১২ টাকা দরে। এছাড়া সাদা ডিমের খুচরা বিক্রয় মূল্য পড়ছে ১২ টাকা ৮ পয়সা।
তবে এ বাজার থেকে পাইকারি দরে কেনা গলির মোরের বিক্রেতারা বলছেন, এলাকার মুদি দোকানে ডজন প্রতি ১৬০ টাকা বিক্রি করতে না পারলে লোকসান হবে তাদের। এদিকে, গতকাল বৃহৎ খামারগুলো প্রতি পিস ডিম বিক্রি করেছে ১১ টাকা ৪০ পয়সা দরে। বাজারে ফার্মের মুরগির ডিম ছাড়াও হাঁসের ডিম খুচরায় বিক্রি হচ্ছে ২১০ টাকা ডজন দরে।