অনলাইন ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ডিএমপি জানায়, ৩ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির এস্টেট বিভাগের শচীন মৌলিককে প্রটেকশন বিভাগের বঙ্গভবনের নিরাপত্তায়, ডিএমপির পিওএম পশ্চিম বিভাগের মুজিব আহম্মেদ পাটোয়ারীকে এস্টেট বিভাগে ও অপারেশন বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মো. আবদুল মালেককে পিওএম পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।