অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ রেললাইনে রেলের অস্থায়ী শ্রমিকরা অবরোধ করলে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টার থেকে মালিবাগ কাঁচাবাজারের ওপরে রেলপথটি শ্রমিকরা অবরোধ করেন। বেলা ২টা পর্যন্ত এই অবরোধ চলে। এর পর শাহজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় রেলওয়ে পুলিশ বলপ্রয়োগের মাধ্যমে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা সোয়া ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।