স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও মাদক কারবারিদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থায়ীদের ভাষ্য, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচ জন।
বুধবার দুপুর একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মো. রফিক (৫১)। তিনি ২৪ নম্বর ক্যাম্পের ব্লক/১৩ এর সিরাজুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান। তবে আহত একজনের নাম পাওয়া যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন জানান, গোপন খবরে হ্নীলা লেদার ফরেস্ট বিট এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে ওই তাকে কেড়ে নিতে চায়। পরে বিজিবি সদস্যরা আটক ব্যক্তিকে নিয়ে লেদা ভিওপির দিকে আসে। তখন লেদা বাজার এলাকায় আবারও স্থানীয়রা জড়ো হয়ে বিজিবির দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বিজিবির এক সদস্য আহত হন। স্থানীয়রা খুবই আক্রমণাত্মক থাকায় বিজিবি পরিস্থিতি শান্ত করতে গুলি ছোড়ে। হতাহতের ব্যাপারে এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লেদা বিজিবির তল্লাশি চৌকিতে কিছু মানুষ এগিয়ে এসে বিজিবিকে বাধা দেয়। এক পর্যায়ে ঘটনাটি বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে তারা জড়ো হয়ে হৈচৈ সৃষ্টি হলে ঘটনাস্থলে গুলিতে একজন নিহত হন।
সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।