স্টাফ রিপোর্টার:
টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ। জোয়ার ও বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে গুদামে রাখা পণ্য। এই কয়েকদিন ছিল না ক্রেতা, বেচা-কেনাও প্রায় বন্ধ। পরিবহনেও রয়েছে নানা ভোগান্তি।
কয়েকদিনের টানা বৃষ্টিতে অচেনা খাতুনগঞ্জের চিত্র। কুলি-মজুরের হাঁকডাক নেই, নেই ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। টানা বৃষ্টিতে অলস সময় পার করছেন আড়ৎদার, মোকাম মালিক ও শ্রমিকরা। দিনের বেশিরভাগ সময় চলছে লোডশেডিং।
আদা ব্যবসায়ী ফখরুল জানান, কিছু পণ্যবাহী গাড়ি আসলেও বৃষ্টির কারণে পণ্য উঠা-নামায় বেড়েছে দুর্ভোগ।
এতে বিপাকে পড়েছে শ্রমিক ও পচনশীল পণ্যের ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ সগীর আহমদ বলেন, সদা ব্যস্ত এই পাইকারি বাজারে জলাবদ্ধতায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ পরিস্থিতির জন্য সেবা সংস্থাগুলোর গাফিলতি রয়েছে।
খাতুনগঞ্জে দিনে সাধারণত ১২শ কোটি টাকার পণ্য বিক্রি হয়। গেল দুই দিনে তা চার ভাগের এক ভাগে নেমে এসেছে।