স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের সখিপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে স্থানীয়রা দুটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়দের ধারণা, মধ্য রাতে তাদের দু’জনকে হত্যা করা হয়।
নিহতরা হলেন, সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।
স্থানীয়রা জানায়, শাহজালাল বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকানের ব্যবসা করতো। দোকান থেকে রাত ১০টার পর তারা বাড়ি ফিরছিল। সকালে তাদের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কোনো মাদকসেবী টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শুরু হওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।