স্টাফ রিপোর্টার:
ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ পাঁচ উইকেটে ৯১ রান।
দিনের শুরুতেই নাসির জামালের উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। ইবাদত হোসেনের বলে আউট হন তিনি।
এর আগে ঢাকা টেস্টের তৃতীয় দিনে রেকর্ডময় একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শান্ত করেছেন দুই ইনিংসে সেঞ্চুরি। ২৬ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি আর লিটনের ফিফটিতে রেকর্ড ৬৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দিনশেষে বড় হারের শঙ্কায় ছিল আফগানরা। তাদের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। জয়ের জন্য দরকার এখনও ৬১৭ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৪২৫ রানে। চ্যালেঞ্জিং টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওভারে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হাসমতউল্লাহ শাহীদি।
তার আগে চার উইকেটে ৪২৫ রান করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে আফগানদের সামনে টার্গেট দাঁড়ায় ৬৬২ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানরা।