অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বাহাদুরকে (৫২) খুন করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শ্যামলীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শেরেবাংলা নগর থানা-পুলিশ বলছে, একটি প্রাইভেট কার থেকে সালাম বাহাদুরের লাশটি সড়কে ফেলা হয়। পরে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ইতোমধ্যে গাড়িটি শনাক্ত করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, সালাম বাহাদুরকে হত্যা করা হয়েছে। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করে লাশ সড়কে ফেলে পালিয়ে গেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।
শেরেবাংলা নগর থানা-পুলিশ জানায়, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য সালাম বাহাদুরের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।