অনলাইন ডেস্ক :
গৃহযুদ্ধে জর্জরিত সুদানে আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা হয়ে থেকে ঢাকায় ফিরেছেন ১৩৬ প্রবাসী বাংলাদেশি।
সংঘাতময় সুদান থেকে প্রবাসীদের প্রথম এই দল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
সুদানে ভয়াবহ লড়াইয়ের মধ্যে বাংলাদেশিদের সেখান থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় সরকার। রোববারই এসব প্রবাসীদের সৌদি এয়ার ফোর্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় নিয়ে যাওয়া যায়। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাদের দেশে নিয়ে আসা হলো।
সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন; যাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। বাকীদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার কাজ চলছে।
গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। দুই সপ্তাহের ভয়াবহ এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচশরও বেশি মানুষ।
প্রাণঘাতী সংঘাতের শুরু থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার।