আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর জোট জি-২০-এর সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন। ভারতের নয়াদিল্লিতে শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের শুরুতে জোটের বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের নাম ঘোষণা করেন।
এ সময় আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট ও কমোরসের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে আলিঙ্গন করেন মোদি। এর পর টেবিলে বসার আমন্ত্রণ জানান।
মোদি বলেন, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিকে জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে তার স্থান গ্রহণে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে জুন মাসে মোদি এই পদক্ষেপের প্রস্তাব করেছিলেন।
৫৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি মহাদেশীয় সংস্থা হচ্ছে এই আফ্রিকান ইউনিয়ন। এটি পূর্ণ সদস্যপদসহ একমাত্র আঞ্চলিক ব্লক।
আফ্রিকান ইউনিয়নকে জোটভুক্ত করার খবর মোদি তার টুইটারে শেয়ার করেছেন। ওই বার্তায় তিনি বলেন, ‘জি-২০ পরিবারের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটি জি-২০ জোটকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে গ্লোবাল সাউথের কণ্ঠকেও শক্তিশালী করবে।’