অনলাইন ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ নেতাকর্মীরবিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় করা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হল।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক রফিকুল হাসান জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।