অনলাইন ডেস্ক:
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করে দেশকে শান্তিপূর্ণ, উন্নত ও বিনিয়োগ বান্ধব করতে পুলিশ সাফল্যের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
আইজিপি বলেন, অপরাধ ও সহিংসতা দমনে সাফল্যের কারণে বিদেশিরা দেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়েছে। একইসাথে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সবরকম প্রস্তুতি শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে ১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় অপরাধ সনাক্ত করতে সিসি টিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর প্রক্রিয়াও চলমান বলে জানান তিনি।
এর আগে সকাল ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। আনন্দ র্যালি ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আইজিপি।