আন্তর্জাতিক ডেস্ক:
একে অপরের সঙ্গে লড়াইয়ের ইচ্ছার কথা জানিয়ে নিজ নিজ সামাজিক মাধ্যমে পরস্পরকে খোঁচা দিয়েই চলেছেন দুই ধনকুবের ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। এবার জাকারবার্গ অভিযোগ করলেন, বহুল আলোচিত কেজ ফাইট নিয়ে ‘এক্স’ তথা টুইটারের মালিক ইলন মাস্ক হেলাফেলা করছেন। এর জবাবে জাকারবার্গকে ‘মুরগি’ বলে অভিহিত করেছেন করেছেন ইলন মাস্ক।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, কেজ ফাইট নিয়ে রোববার মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও এক্সের প্রধান ইলন মাস্কের মধ্যে কথা চালাচালি হয়। তবে তা হয়েছে নিজেদের সামাজিক মাধ্যম থেকেই।
মেটার নতুন সামাজিক মাধ্যম থ্রেডসে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি, আমরা একমত হতে পারি যে, লড়াইয়ের ব্যাপারে ইলন মাস্ক সিরিয়াস নন। এবার আমাদের এসব বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ভাবা উচিৎ।’
জাকারবার্গ আরও বলেন, ‘আমি অন্তত একটি তারিখ দিয়েছিলাম। ইলন মাস্ক তো কোনো তারিখই দেয়নি। এ ছাড়া তিনি বলছেন, তার নাকি সার্জারি লাগবে। এবার বলছেন একটি প্রস্তুতি ম্যাচ খেলেই সব শেষ করে দিতে।’
এর জবাব দিতে দেরি করেননি মাস্ক। তিনি এক্সের এক পোস্টে লেখেন, ‘জাকারবার্গ একটা মুরগি।’
চলতি বছরের জুনে ইলন মাস্কের এক পোস্টের পর মাস্ক-জাকারবার্গের লড়াই আলোচনায় আসে। এক টুইটে মাস্ক জানিয়েছিলেন, ‘জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি।’
পরে টুইটটি মার্ক জাকারবার্গের নজরে এলে তিনি স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’ পরে ইলন মাস্ক জাকারবার্গের পোস্টের জবাবে লিখেন, ‘ভেগাস অক্টাগন।’
প্রসঙ্গত, ভেগাস অক্টাগন হলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত একটি খাঁচায় ঘেরা জায়গা, যার মেঝেতে একটি নরম মাদুর পাতা থাকে। এর ওপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেজ ফাইটিং চ্যাম্পিয়নশিপ ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।
এর আগে গত শুক্রবার ইলন মাস্ক জানান, লড়াইটা হবে ইতালিতে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন রোমে যেভাবে লড়াই হতো সেভাবেই মাস্ক ও জাকারবার্গের লড়াই আয়োজন করতে চায় ইতালি সরকার। মাস্ক ও জাকারবার্গের লড়াইয়ের অর্থ শিশুদের হাসপাতালের জন্য ব্যয় করা হবে বলে জানা যায়।