স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। এসময় উপজেলা আওয়ামী লীগ অফিসের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার একক স্বাক্ষরে স্বপন তালুকদারকে সভাপতি ও শামিম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পদবঞ্চিতরা বিক্ষোভ করেন। এসময় তারা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আজ সকাল ১০টার দিকে আবারও উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করেন পদবঞ্চিতরা। পরে আওয়ামী লীগ অফিসের সামনে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এদিকে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক কোটালীপাড়া পৌরসভা এলাকায় অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ অফিসের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামির হামজার স্বাক্ষর না নিয়ে নিয়মবহির্ভূতভাবে জেলা ছাত্রলীগের সভাপতির একক স্বাক্ষরে ৩৬ বছর বয়সী মো. স্বপন তালুকদারকে সভাপতি ও ৩৩ বছর বয়সী শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এটি ছাত্রলীগে গঠনতন্ত্রের পরিপন্থী। তাই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।