আন্তর্জাতিক ডেস্ক:
চীনে ভয়াবহ বৃষ্টি, বন্যা এবং ভূমিধসে ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ আছেন আরও ১৮ জন।
শুক্রবার থেকে শনিবার টানা বৃষ্টি হচ্ছে চীনে। শনিবার (৫ আগস্ট) দুপুর পর্যন্ত চীনের দুর্যোগ মোকবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা বন্যা এবং ভূমিধস কবলিত এলাকাগুলো থেকে ১ কোটি ১৫ লাখ মানুষকে উদ্ধার করেছে। চীনের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে হেবেইয়ের বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে রেড লাইট সংকেত জারি করেছে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত জুন মাস থেকে চীনের হেবেইতে সব থেকে বেশি বন্যা এবং ভূমিধস হয়েছে। গত জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা তাপপ্রবাহে রীতিমতো পুড়েছে বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চল। তারপর জুলাইয়ের শেষে দিকে সুপার টাইফুন দকসুরির প্রভাবে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি।
চীনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিটস্ট্রোক, তাপপ্রবাহজনিত সমস্যা, বন্যা ও ভূমিধস জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে কেবল জুলাই মাসেই চীনে মৃত্যু হয়েছে ১৪২ জনের।