আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব এশিয়ার দেশ চীনের দক্ষিণাঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছুরিকাঘাতে তিন শিশুসহ ছয়জন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
স্থানীয় সময় সোমবার গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াংয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় নগর সরকারের একজন মুখপাত্র। এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
সরকারি মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন ছাত্র রয়েছে। এ হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ২৫ বছর বয়সী একজন ব্যক্তি কিন্ডারগার্টেনে হামলা চালায়। যার পারিবারিক নাম উ। হামলার ২০ মিনিট পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এই আক্রমণটিকে ইচ্ছাকৃত আক্রমণ হিসেবে অভিহিত করেছে স্থানীয় পুলিশ এবং আশে-পাশের এলাকা অবরুদ্ধ করে দেয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে চীনা স্কুলগুলিতে বেশ কয়েকটি ছুরিকাঘাতের হামলা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে, দক্ষিণ জিয়াংসি প্রদেশে একটি নার্সারি স্কুলকেও লক্ষ্য করে এক হামলায় তিনজন নিহত হয়েছিল।