অনলাইন ডেস্ক :
চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন শি জিনপিং এর ঘনিষ্ট সহযোগি লি কিয়াং। তৃতীয় মেয়াদে শি জিনপিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন পর এই ঘোষণা এলো। শনিবার ৬৩ বছর বয়সি লি কিয়াং এর পক্ষে ভোট দেন ২ হাজার ৯শ প্রতিনিধির প্রায় সবাই।
শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং।
এদিকে শি জিনপিং এর ঘনিষ্ঠ নয়, এমন ব্যক্তিদের বাদ দিয়েই হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি। সে কারণে জিনপিং এর অনুগত লি কিয়াং এর নতুন চীনা প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিতই ছিল।
এর আগে সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান ছিলেন লি কিয়াং। তবে শি জিনপিং এর জিরো কোভিড নীতি বাস্তবায়নে নিষ্ঠুর পদক্ষেপ গ্রহণের জন্য বেশি পরিচিত তিনি।
প্রেসিডেন্ট শি যখন চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি কিয়াং ছিলেন তার চিফ অব স্টাফ।
লি কিয়াং ১৯৫৯ সালে চীনের জেইজিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। জেইজিয়াং অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ১৯৭৮-৮২ সাল পর্যন্ত পড়েছেন অ্যাগ্রিকালচারাল মেকানাইজেশন নিয়ে।