স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার ( ২২ জুলাই) ভোলাহাট উপজেলার ফলিমারি বিলের সোনাজল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার গোহালবাড়ি এলাকার মৃত. ইদ্রিসের মেয়ে ফাতেমা খায়ের (৪৩) ও একই উপজেলার ধরমপুর এলাকার শমসের আলীর ছেলে আল হেলাল (৩৫)। আহতরা হলেন হোসেন ভিটা এলাকার নজরুল ও ইসরাইল এবং বিরেসশ্বরপুর এলাকার নাঈম ইসলাম।
নিহতের স্বজনরা জানান, সকালে ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে সিএনজিটি কানসাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় ফলিমারি বিলের সোনজল এলাকায় সিএনজিটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায় এবং এ ঘটনায় আহত হয় আরও ৪ জন।
পরে স্থানীয় পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আল হেলালের অবস্থার অবনতি হলে, রাজশাহী নেওয়ার পথে মারা যায়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৩ জন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা নিহতের বিষয়টি নিশ্চত করেন জানান, এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।