চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নেয়ামতনগর গ্রীণভিউ স্কুল এলাকায় অভিযান চালিয়ে জালনোট তৈরীর সরঞ্জামসহ ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় জাল রুপিসহ জালচক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।
গ্রেফতারকৃত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলারপুর গ্রামের মোঃ বাজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন(৮৯)।
র্যাব-৫এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় র্যাব-৫ এর একটি দল জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নেয়ামতনগর গ্রীণভিউ স্কুলের দক্ষিনে এবং তরিকুল নার্সারীর উত্তরে পাঁকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপিসহ বশিরকে হাতে-নাতে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে জালনোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথসিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদনি ধরে জালনোট ব্যবস্যার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৩ টি মামলা চলমান রয়েছে।