চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমার মালামালসহ মাহবুব হোসেন বাবু (৩৫) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চোর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর উপরচাকপাড়া গ্রামের মৃত্যু চেনুর ছেলে।
শনিবার দুপুরে শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর মাহবুব হোসেন বাবু কে ট্রান্সফরমার চুরির মালামালসহ উপর চাকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রান্সফরমার মালামাল সহ চোর চক্রের একজন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তার উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।