চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের উত্তর পাশে সাইকেল গ্যারেজের সামনে থেকে কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির এর নেতৃত্ব অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল সহ, রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম গুলজারবাগ গ্রামের রেজাউল করিমের ছেলে, মোঃ দেলোয়ার হোসেন মিলন (২৬) ও একই থানার আদারিয়াপাড়া গ্রমের মৃত মোতালেব এর ছেলে মোঃ সুজন আলী (২৬) কে হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা অস্ত্র ব্যবসায়ী। তারা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।