আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে চলমান ট্রেনে নিরাপত্তারক্ষীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং বাকি তিনজন সাধারণ যাত্রী ছিলেন।
স্থানীয় সময় সোমবার (৩১ জুলাই) সকালে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয় অভিযুক্ত ব্যক্তি ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-এর কনস্টেবল। হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে চলমান ট্রেনে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন সিং তার সরকারী বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে ট্রেনে দায়িত্বে থাকা এএসআই টিকা রাম মীনা এবং তিন যাত্রীকে নিহত হয়।
টিকা রাম মীনা রাজস্থানের সওয়াই মাধোপুরের বাসিন্দা এবং চেতন সিং উত্তরপ্রদেশের হাতরাসের বাসিন্দা বলে জানিয়েছে এনডিটিভি।
অন্যদিকে কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আরপিএফ কনস্টেবল চেতন সিং তার সিনিয়রকে হত্যা করার পর, অন্য আরেকটি বগিতে গিয়ে তিন যাত্রীকে গুলি করে হত্যা করে।
রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা জানান, পালঘর স্টেশন অতিক্রম করার পর চলন্ত ট্রেনের ভিতরে গুলি চালায় আরপিএফ কনস্টেবল। এরপর চেইন টেনে দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে বেরিয়ে পালাতে গেলে সরকারি রেল পুলিশ ও আরপিএফ অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় মীরা রোডে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিশদ তদন্ত করা হচ্ছে। আটকের পর অভিযুক্ত আরপিএফ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।