বাণিজ্যিক ডেস্ক:
বিশ্বমন্দার মধ্যেও গেল অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে পণ্য রপ্তানি আয়ের রেকর্ড হয়েছে। সদ্যবিদায়ী অর্থবছরে ৩ লাখ ৪২ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৫ দশমিক ৯ ভাগ বেশি।
২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে রপ্তানি আয় হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৪১২ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম কাস্টমস হাউস উপ কমিশনার বদরুজ্জামান মুন্সি জানিয়েছেন, দেশের রপ্তানি পণ্যের ৮৬ ভাগ তৈরি পোশাক। আগে টি-শার্ট, আন্ডার গার্মেন্টসের মতো কম দামের পণ্য রপ্তানি হলেও, এখন বিশ্বখ্যাত ব্র্যান্ডের জ্যাকেট-ট্রাউজারের রপ্তানি বেড়েছে। এতে বিদেশের বাজারে দেশি পণ্যের দামও বাড়ছে।
রপ্তানি বাণিজ্যের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের জন্য সরকারি বিশেষ নজরদারি প্রয়োজন বলে জানান বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন সহ সভাপতি খায়রুল আলম সুজন।
গেল অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন করতে না পারলেও, ৬১ হাজার ৪৬৫ কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস।