স্টাফ রিপোর্টার:
ভারী বর্ষণে ফের পাহাড় ধসের ঘটনা ঘটেছে চট্টগ্রামে। নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় রোববার সকালের এই পাহাড়ধসে বাবা-মেয়ে মারা গেছে। আহত হয়েছে আরও দুজন।
ষোলশহর রেলস্টেশনের পেছনে সকাল ৭টার দিকে এক কলোনিতে এই ধসের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলো- বাবা মো. সোহেল (৩৫) ও তাঁর মেয়ে বিবি জান্নাত (৭)। সোহেল একটি মুদি দোকানে কাজ করতেন।
জানা যায়, সকালে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করে। পরে তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক সোহেল ও জান্নাতে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন।
শনিবার রাত থেকে নগরীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত ৭৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বৃষ্টির কারণে নগরীর বেশকিছু নিচু জায়গায় পানি জমে যায়। এর ফলে সড়কে যান চলাচল ব্যহত হয়। ফলে অফিস আদালতগামী লোকজনকে চরম ভোগান্তিতে পরতে হয়। বিশেষ করে রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে।